Bangladeshi Recipe "Beler Shorboth" :Kaler Kontho A - Z ranna



বেলের শরবত উপকরণ : বেল ১টি, চিনি ১ কাপ, দুধ ১ কাপ, বরফকুচি ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য।
যেভাবে তৈরি করবেন

১. বেলের বিচি ছাড়িয়ে চামচ দিয়ে কুড়িয়ে নিন।
২. বরফকুচি ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
৩. গ্লাসে ঢেলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।